দেশের র্যাপিড রেলের ফার্স্ট লুক প্রকাশ হল। রাজধানীর সঙ্গে অনান্য রাজ্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিশ্বমানের করতেই প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া নীতির অন্যতম সেরা এই র্যাপিড রেল প্রকল্প। বম্বার্ডিয়ারের সাবলি প্ল্যান্টে এই আরআরটিএস ট্রেনের নির্মাণ হবে। দিল্লির লোটাস টেম্পল-এর আদলে এই আরআরটিএস ট্রেনের ডিজাইন তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৮০ কিমি। পাশাপশি আরআরটিএস ট্রেনটি দেখতেও হবে অসাধারণ। স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এয়ারোডায়েনামিক
ডিজাইনের জন্য এই ট্রেনের ওজন হবে হালকা। গোটা আরআরটিএস ট্রেনটিই এসি হবে। ৯০০ জনের মত যাত্রী নিয়ে যাতায়াত করবে এটি। থাকবে একটি করে বিজনেস ক্লাস ও একটি মহিলা কোচও। প্রতিটি কামরায় প্রবেশ ও বাহিরের জন্য মোট ৬টি দরজা থাকবে। তবে বিজনেস ক্লাস কোচে থাকবে ৪টি দরজা। এগুলি সব প্লাগ ইন টাইপের স্লাইডিং ডোর হবে। পাশাপাশি, ২x২ আরামদায়ক সিট থাকবে। পা রাখার জন্য থাকবে পর্যাপ্ত জায়গা। জিনিসপত্র রাখার রেক চওড়া হবে। আরআরটিএস ট্রেনে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, সিসিটিভি ও ওয়াই-ফাই পরিষেবাও থাকছে।