একগুচ্ছ ঠাসা কর্মসূচি নিয়ে ১০ দিনের জন্য রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতাতে আসবেন মোহন ভাগবত। প্রথমে কলকাতাতে সঙ্ঘের অভ্যন্তরীণ কর্মসূচি ও বৈঠক রয়েছে। তাতে অংশগ্রহণের পাশাপাশি দেখা করবেন বিশিষ্টজনদের সঙ্গেও। সূত্রের খবর, চারদিন শহরে থাকার কথা রয়েছে সঙ্ঘ প্রধানের। তারপর আগামী ১১ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে যাবেন তিনি। সেখানেই দক্ষিণবঙ্গের ৮ সঙ্ঘ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের। তাতেই জেলা নেতৃত্বকে একগুচ্ছ নির্দেশ দিতে পারেন তিনি, এমনটাই সূত্রের খবর। ১৬ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রদর্শন কর্মসূচি রয়েছে। তাতে যোগ দেবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। একদিকে বাংলাদেশে যখন হিন্দু সহ সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণ চলছে। সেই সময়ে পশ্চিমবঙ্গে এসে সঙ্ঘের নেতৃত্বকে কী বার্তা দেন মোহন ভাগবত সেটাই দেখার। এছাড়াও সঙ্ঘের সংগঠন নিয়ে কী কী নির্দেশ দেন নেতৃত্বকে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।