কলকাতা

দিলীপ ঘোষকে তুলোধোনা করে রাজনীতি ছাড়লেন রূপা ভট্টাচার্য

সিপিএম পরিচালিত যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের অনুষ্ঠানে যোগ দেওয়ায় চাপান উতোরের জেরে রাজনীতি ছাড়লেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য । বুধবার রাতে ফেসবুক পোস্টে তিনি একথা জানিয়ে দেন। লেখেন, “রাজনীতি ছাড়লাম। অন্য কোনও রাজনৈতিক দলেই জয়েন করছি না। মানুষের ভালর জন্য ন্যায্য কথা বলব। ভাল কাজকে সমর্থন করব। খারাপের প্রতিবাদ করব।” আরও একটি পোস্ট করেন রূপা। যেখানে দল ছাড়ার কারণ জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাত নেন অভিনেত্রী। জানান, মুকুল রায়ের হাত ধরে তিনি রাজনীতিতে এসেছিলেন। তবে গত দু’বছরে লবির জন্য প্রচুর নাকানি-চোবানি খেতে হয়েছে। গত নির্বাচনে বিজেপির পুরনো কর্মীরা টিকিট পাননি বলেও অভিযোগ করেন রূপা। তাঁর অভিযোগ, তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়া তারকারাই টিকিটের ক্ষেত্রে অগ্রাধিকার করেছিলেন। ‘শিল্পীদের রগড়ে দেব’ বলে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছিলেন, তাঁরও সমালোচনা করেন।