দেশ

আমদানি-রফতানি নিয়ে বড় বদল, পেট্রাপোলে রুপির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হল

মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হল ভারতীয় মুদ্রা বা রুপির বিনিময়ে পণ্য রপ্তানি। ভারত-বাংলাদেশের মধ্যে অর্থনীতির ক্ষেত্রে এমন ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। এদিন বিকালে পেট্রাপোল স্থলবন্দরে রুপির বিনিময়ে রপ্তানির কাজ শুরু হল। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দু’দেশের মধ্যে ডলারের বিনিময়েই আমদানি-রপ্তানি চলত। এদিন কেবলমাত্র ভারত থেকে রপ্তানির ক্ষেত্রে রুপির ব্যবহার করা হয়। চারটি ট্রাক পরীক্ষামূলকভাবে রপ্তানি করা হল। এ প্রসঙ্গে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনিলকুমার সিং বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। সেখানে ব্যবসায়িক ক্ষেত্রে ডলার ব্যবহার করা হতো। ডলারের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছিল বাংলাদেশে। সেকথা ভেবে রপ্তানিতে ডলারের পাশাপাশি ব্যবহার হবে রুপিও। পেট্রাপোল স্থলবন্দরের শুল্ক দপ্তরের ক্লিয়ারিং এজেন্ট সংস্থার সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, প্রথম দিনেই ভারতীয় মুদ্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকার টাটা মোটর্সের যন্ত্রাংশ বাংলাদেশে রপ্তানি করা হল। ডলারের অপ্রতুলতার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা কমে গিয়েছিল। রুপিতে রপ্তানির ফলে দুই দেশের বাণিজ্য এখন থেকে ফের চাঙ্গা হবে।