দেশ

রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পরে এবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরবের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন-রাশিয়া  সংঘাত আবহে এই  প্রথম রাশিয়ার কোনও শীর্ষস্থানীয় মন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করলেন মোদি। জানা যাচ্ছে, এদিনের এই সাক্ষাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার বিদেশমন্ত্রীকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে  প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়েছে রাশিয়ার বিদেশমন্ত্রীর। চলতি বছরে এটাই কোনও দেশের মন্ত্রীর সঙ্গে

প্রধানমন্ত্রীর প্রথম মুখোমুখি বৈঠক। এর আগে বিগত কয়েক সপ্তাহে ব্রিটেন, অস্ট্রিয়া, চিন এবং মেক্সিকোর একাধিক নেতা মন্ত্রীরা ভারত সফরে এসেছেন। কিন্তু তাঁদের কারোর সঙ্গেই মুখোমুখি সাক্ষাৎ করেননি মোদি। এই বৈঠক প্রসঙ্গে ইতিমধ্যেই একটি প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে লেখা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে রাশিয়ার বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং তিনি সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ‘প্রধানমন্ত্রী সহিংসতা দ্রুত বন্ধ করার জন্য তার আহ্বান পুনরুল্লেখ করেছেন এবং শান্তি প্রচেষ্টায় যেকোনো উপায়ে অবদান রাখার জন্য ভারতের প্রস্তুতির কথা জানিয়েছেন।’