বিদেশ

ঘনিষ্ঠদের অনেকে করোনায় আক্রান্ত, আইসোলেশনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গিয়েছে, সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সফর সঙ্গীদের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হন। তারপরেই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। আইসোলেশনে থেকেই দৈনিক কাজকর্ম তিনি চালিয়ে যাবেন। তবে আপাতত অন্য কারও সঙ্গে তিনি দেখা করবেন না। মঙ্গলবার ক্রেমলিনের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ৬৮ বছরের রুশ প্রেসিডেন্টের চলতি সপ্তাহে আঞ্চলিক নিরাপত্তা বৈঠকের জন্য তাজিকিস্তান যাওয়ার কথা ছিল। তবে আপাতত সেই সফর বাতিল করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেবেন পুতিন। রাশিয়ায় বর্তমানে করোনার প্রকোপ ফের বাড়তে শুরু করেছে।