একরাত পর পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়ে আদালতকে ধন্যবাদ জানালেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। অভিযোগ, বিপ্লব দেবের সভার সামনে দিয়ে যাওয়ার সময় সায়নী ‘খেলা হবে’ স্লোগান দেন। তার প্রেক্ষিতেই থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর বক্তব্য, সায়নী ‘উস্কানি’ থেকে অনেকের প্রাণহানি হতে পারত। যদিও এ দিন আদালতে এই অভিযোগ ধোপে টেকেনি। ত্রিপুরা পুলিশ সায়নীকে দু’দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়। সোমবার বিকেলে আগরতলা সিজেএম আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর সায়নী বলেন, ‘মহামান্য আদালতকে অনেক অনেক ধন্যবাদ। অবশেষে বিচার পেলাম। এই লড়াইয়ে আমার পাশে থাকার জন্য এবং সাহস জোগানোর জন্য ত্রিপুরা-বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ।’ আদালতের নির্দেশে মুক্তি পেয়ে যুব তৃণমূল নেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছিল। একরাত থানায় থেকে ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা থানা চত্বরে সশস্ত্র হামলা চালিয়েছিল। আমার প্রাণ সংশয় দেখা দেওয়ায় রাতেই অন্য থানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের উপস্থিতিতে যদি এ ভাবে বিজেপির গুন্ডারা হামলা চালাতে পারে, তা হলে মেয়েদের নিরাপত্তা কোথায়? একরাতের এই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই।’