বিনোদন

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হলেন ব্রাত্য বসু

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার, পরিচালক, অভিনেতা ব্রাত্য বসু। তাঁর এই সম্মাননা অর্জনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলার বহু সাহিত্যিক। মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ গ্রন্থটির জন্য পুরস্কার পাচ্ছেন তিনি। ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইয়ে রয়েছে ‘একদিন আলাদিন’, ‘আমি অনুকূলদা আর ওরা’ এবং ‘মীরজাফর’ নামের তিনটি নাটক। ২০টি ভাষার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে তাঁর বইটি ছাড়াও আরও একটি নাটকের বই পুরস্কৃত হয়েছে। হিন্দিতে রচিত নাট্যকার দয়াপ্রকাশ সিনহা পুরস্কার পেয়েছেন ‘সম্রাট অশোক’ নাট্যগ্রন্থটির জন্য। উল্লেখ্য, চলতি বছরে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন কবি রণজিৎ দাশ, প্রাবন্ধিক তপোধীর ভট্টাচার্য এবং কথাসাহিত্যিক ত্রিদিব চট্টোপাধ্যায়।