বর্তমানে আগের থেকে বেশ কিছুটা ভালো আছেন অভিনেতা সইফ আলি খান ৷ এই মুহূর্তে তাঁকে সাধারণ ডায়েটে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ৷ পাশাপাশি জানানো হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দু-তিনদিনের মধ্যে অভিনেতা হাসপাতাল থেকে ছুটিও দিয়ে দেওয়া হবে ৷ 48 ঘণ্টা পার ৷ হাসপাতালে আইসিইউ থেকে স্পেশাল রুমে রাখা হয়েছে সইফ আলি অভিনেতাকে ৷ হামলাকারীর ছুরির কোপে অভিনেতা গুরুতর জখম হন ৷ ঘাড়ে, গলায় ও পিঠে গভীর ক্ষত হয় ৷ শিরদাঁড়ার কাছ থেকে 2.5 ইঞ্চির ছুরির ফলাও অস্ত্রোপচারে বের করেন চিকিৎসকরা ৷ চিকিৎসক নীতিন ডাঙ্গে বলেন, “আমরা অভিনেতাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছি ৷ তিনি আমাদের আশার থেকেও দ্রুত সুস্থ হচ্ছেন ৷ আমরা তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছি ৷ পাশাপাশি চিকিৎসকের তত্ত্বাবধানে কিছুটা সময় হাঁটানো হয়েছে অভিনেতাকে ৷” শনিবারই হাসপাতালে স্বামী সইফকে দেখতে যান করিনা কাপুর খান ৷ ইতিমধ্যেই তিনি পুলিশের কাছে নিজের বয়ান রেকর্ড করেছেন ৷ সইফের চিকিৎসা করতে গিয়ে, নীতিন ডাঙ্গে জানিয়েছেন, মেরুদণ্ডের একদম কাছে হামলাকারী ছুরির কোপ বসিয়েছিল ৷ ফলে সেই জায়গা থেকে স্পাইনাল ফ্লুয়েড অনবরত বেরিয়ে যাচ্ছিল ৷ অন্যদিকে, ঘাড়ের ও বাহুর কাছে ছুরির কোপ গভীর হওয়ায় প্লাস্টিক সার্জারি করতে হয়েছে ৷