অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় খবরের শিরোনামে ছিলেন শরিফুল ইসলাম শেহজাদ ৷ অভিযোগ, ‘হামতুম’ অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিল শেহজাদ ৷ এমনকী, অভিনেতার ওপর হামলা করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এএনআইয়ের খবর অনুযায়ী, নিজেকে ‘নির্দোষ’ দাবি করে মুম্বই সেশন কোর্টে জামিনের আবেদন অভিযুক্ত শেহজাদের ৷ অভিযুক্তের আইনজীবী অজয় গাওয়ালি সেই আবেদন জমা করেছেন বলে জানা গিয়েছে ৷ আবেদনে শেহজাদ দাবি করেছেন, অভিনেতার ওপর হামলার ঘটনায় তিনি নির্দোষ ৷ তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ বানানো ৷ আবেদনে আরও বলা হয়েছে, সঠিক নিয়ম মেনে শেহজাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি ৷ আবেদনে দাবি করা হয়েছে, তদন্তে শেহজাদ সবরকমভাবে সাহায্য করেছে ৷ সমস্ত নথিপ্রমাণ রয়েছে পুলিশের কাছে ৷ ফলে তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার প্রশ্নই উঠছে না ৷ বান্দ্রা ম্যাজিসট্রেট আদালত এই মামলা শুনলেও পরবর্তী সময়ে পুলিশ চার্জশিট পেশ করলে তা সেশন কোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ এখনও পর্যন্ত বান্দ্রা পুলিশের চার্জশিট জমা দেওয়া বাকি রয়েছে ৷ চলতি বছর জানুয়ারির 16 তারিখ সইফ আলি খানের বান্দ্রার আবাসনের ফ্ল্যাটে চুরি করার উদ্দেশ্য নিয়ে শেহজাদ প্রবেশ করেছিল বলে অভিযোগ ৷ বাড়ির ন্যানি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করেন ৷ এরপর সইফের সঙ্গে অভিযুক্তের বচসা-হাতাহাতি হয় ৷ এমনটাই তদন্তে জেরায় জানিয়েছেন সইফ ৷ এরপর অভিযুক্ত শেহজাদ বচসার সময় ধারালো অস্ত্র দিয়ে অভিনেতার পীঠে, বুকে ও হাতে আঘাত করে বলে অভিযোগ ৷ এই ঘটনায় গুরুতর আহত হন সইফ ৷ তাঁকে তৎক্ষনাত ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে ৷ সেখানে তাঁর অস্ত্রোপচারও হয় ৷ 21 জানুয়ারি তিনি ছাড়া পান হাসপাতাল থেকে ৷ পুলিশ তদন্তে নেমে ফেব্রুয়ারির গোড়ার দিকে দাবি করে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ রয়েছে ৷ এমনকী, পুলিশ জানায় অভিযুক্ত বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছে ৷ মুম্বইয়ে আসার আগে কলকাতার একাধিক স্থানে ছিলেন অভিযুক্ত ৷
