দেশ

সম্ভল হিংসায় বড় পদক্ষেপ, জিজ্ঞাসাবাদের পরই গ্রেপ্তার শাহী জামা মসজিদের প্রধান জাফর আলি

রবিবার গ্রেপ্তার করা হল শাহী জামা মসজিদের প্রধান জাফর আলিকে। এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল জাফরকে। তবে প্রতিবার হাজিরা এড়ান তিনি। রবিবার তিনি হাজিরা দেন উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল বা এসআইটির কাছে। জিজ্ঞাসাবাদের পরই জাফর আলিকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশ মেনে গত বছরের ২৪ নভেম্বর সম্ভলের শাহী জামা মসজিদে সমীক্ষার কাজে গিয়েছিলেন আধিকারিকরা। সেখানে হামলা চালায় স্থানীয় জনতা। প্রায় ৩০০ লোক জড়ো হয়েছিলেন মসিজদের সামনে। আধিকারিকরা মসজিদে প্রবেশ করতে গেলে ইট ও পাথরবৃষ্টি শুরু হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে গিয়েছিল উত্তেজিত জনতা। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সেই সময়ে মসজিদের প্রধান উত্তেজিত জনতাকে সরে যেতে অনুরোধ করেছিলেন। শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে জানা যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন ২৯ জন পুলিশকর্মী। এই ঘটনার পরই কড়া হাতে মাঠে নামে যোগীর পুলিশ। এই ঘটনার তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করে উত্তরপ্রদেশ সরকার। এই দলে ছিলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রাক্তন ডিজিপি এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব। তদন্তে নেমে শাহী জামা মসজিদের প্রধান জাফর আলিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। পাশাপাশি দুই আইনজীবী মাসুদ আলি ফারুকি ও কাসিম জালালকেও তলব করা হয়। যদিও তদন্তকারীদের ডাকে সাড়া দেননি এঁরা কেউই। অবশেষে রবিবার জাফর তদন্তকারীদের মুখোমুখি হওয়ার পর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এরপরই গ্রেপ্তার করা হয়।