আগুনের গ্রাসে রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র প্রকল্প৷ এই অরণ্যের প্রায় ১০ বর্গকিমি অঞ্চল জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে সোমবার থেকে৷ আধিকারিকরা জানিয়েছেন, ১৮০০ টি ফুটবল মাঠের সমান আয়তন জুড়ে এখন আগুনের গ্রাসে৷ ভারতীয় বায়ুসেনার দু’টি হেলিকপ্টার আগুনের গ্রাসে চলে যাওয়া অঞ্চলের উপর জলবর্ষণ করে চলেছে৷ যে অংশে আগুন লেগেছে, সেটি মূলত বাঘিনি এসটি-১৭-র এলাকা৷ অরণ্যের এই অংশে সে তার দুই শাবককে নিয়ে ঘুরে বেড়ায়৷ এই ব্যাঘ্র প্রকল্পে প্রায় ২০ টি বাঘের বাস৷ দমকলকর্মীরা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি৷ এই অরণ্যভূমি থেকে ৪৩ কিমি দূরে রয়েছে সিলিসেরহ সরোবর৷ সেখান থেকেই জল এনে তা বর্ষণ করা হচ্ছে ব্যাঘ্র প্রকল্পের উপরে৷ ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে দু’টি এমআই-১৭ ভি ফাইভ হেলিকপ্টার পাঠানো হয়েছে৷ সোমবার ভোর ৫টার নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। কিন্তু ওইদিন প্রচণ্ড গতিতে হাওয়া বওয়ায় হঠাৎ করেই আগুনের তীব্রতা বেড়ে যায়। রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বন দফতর জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কাছে জল কামান, এরিয়াল হাইড্রোলিক প্ল্যাটফর্ম এবং হেলিকপ্টার চেয়েছিল। এর পরই বিপর্যয় মোকাবিলা দফতর বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করে।