Moon sighted in Saudi Arabia, Eid to be celebrated tomorrow. India, Pakistan to celebrate Eid-ul-Fitr on Monday.
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার (২৯ মার্চ) এক বৈঠকের পর দেশটি এ কথা ঘোষণা দিয়েছে। আগামীকাল রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর জানিয়েছে। উল্লেখ্য, রমজান মাস ধরে রোজা রাখেন ইসলাম ধর্মাবলম্বীরা। এই গোটা মাস নির্দিষ্ট নিয়ম মেনে রোজা পালন করেন তাঁরা। এই মাস সম্পন্ন হয় ইদের চাঁদ দেখার পর। তবে ইদের জন্য বিশেষ এক আকারে চাঁদের দেখা পাওয়া একটি গুরুত্বপূর্ণ দিক। এদিন, সৌদি আরব জানিয়েছে, ১৪৪৬ শাওয়ালের চাঁদ শনিবার সেদেশে দেখা গিয়েছে। ফলত, এই আরব দেশ আগামিকাল, রবিবার পালন করতে চলেছে ইদ উল ফিতর। উল্লেখ্য, হিজরি সনের দশম মাস শাওয়ালের প্রথম তিন দিনে ইদ- উল-ফিতর পালিত হয় এবং এর তারিখ অর্ধচন্দ্র দেখার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। উল্লেখযোগ্যভাবে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশগুলি সাধারণত মধ্যপ্রাচ্য এবং পশ্চিমি দেশগুলির তুলনায় একদিন পরে ইদ উদযাপন করে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদযাপিত হয় ৩০ রমজান শেষে। এদিকে ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল রবিবার দেশটিতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে দেশটি।