কলকাতা

যাদবপুরের ছাত্রমৃত্যুতে ধৃত সৌরভ চৌধুরীর ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত

 যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে আগামী ৮ সে্পটেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় সৌরভকে। শুনানির পর এই নির্দেশ দিয়েছে আদালত। জানানো হয়েছে, জেলে গিয়ে সৌরভকে জেরা করতে পারবে পুলিশ। এদিন সওয়াল চলাকালীন সরকারি আইনজীবী জানান, পিক অ্যান্ড চুজ করে মারা হয়েছে ওই ছাত্রকে। পুরো ঘটনার মাথায় রয়েছেন সৌরভ। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন তিনি। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি। যাদবপুরে ছাত্রমৃত্যু কাণ্ডে প্রথম গ্রেপ্তার হন এই প্রাক্তনী সৌরভ। জানা গিয়েছে, প্রাক্তনী হয়েও হোস্টেলে থাকতেন তিনি। এরপর একে একে এখনও পর্যন্ত মোট ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।