করোনা আপাতত নিয়ন্ত্রণে, তাই বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। রাজ্যের একাধিক হাসপাতাল যেগুলি করোনা চিকিত্সার জন্য ব্যবহার করা হচ্ছিল সেই সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এরই সঙ্গে প্রতি জেলায় তৈরি সেফ হোম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। মাত্র একটি করে সেফ হোম ও করোনা হাসপাতাল প্রতি জেলায় চালু থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা চিকিত্সায় যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন তাদের অবিলম্বে চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।
বন্ধ হচ্ছে একাধিক করোনা হাসপাতাল ও সেফ হোম, কোভিড চিকিত্সা নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের pic.twitter.com/pspzRZPEKY
— Banga News (@banganews24x7) November 23, 2021