নির্বাচনী বন্ড অসাংবিধানিক, অবৈধ। মোদি সরকারকে অস্বস্তিতে ফেলে সম্প্রতি সুপ্রিম কোর্ট এমন রায় দেয়। পাশাপাশি নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য জানতে চেয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-কে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য পেশ করতে ৩০ জুন পর্যন্ত সময় চেয়ে নেওয়ার আবেদন জানাল এসবিআই। ফলে ভোটের আগে জানা যাবে না কিছুই। সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্বাচন কমিশনের সঙ্গে বন্ডের মাধ্যমে অনুদানকারীর তালিকা ভাগ করার নির্দেশ দিয়েছিল, যা নির্বাচন কমিশন প্রকাশ করবে। তার মানে লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ড নিয়ে কোনও তথ্যই জানতে পারবেন না দেশের ভোটাররা। বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আপের মত দলগুলিকে কারা নির্বাচনী বন্ডে কত টাকা দিয়েছে তা ভোটের আগে জানার উপায় থাকবে না, যদি এসবিআইয়ের আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট।