দেশ

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকারীর সাজা কমানোয় কেন্দ্রকে ২ সপ্তাহ সময় সুপ্রিমকোর্টের

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হত্যাকারীর সাজা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র৷ কিন্তু তা কার্যকর হতে দেরি হওয়ায় সুপ্রিম কোর্ট এবার সময়সীমা বেঁধে দিল৷ সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, দু’সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকারকে৷ এর আগে মার্চের শেষে এই মামলার শুনানিতে কেন্দ্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত৷ জানিয়েছিল, ৩০ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে৷ তা না হলে কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব, সিবিআই অধিকর্তাকে সশরীরে এজলাসে উপস্থিত হতে হবে৷ এ দিন তাঁরা কেউই আদালতে হাজিরা দেননি৷ তার উপর সরকার সিদ্ধান্ত নিতেও গড়িমসি করায় এ দিন উষ্মা প্রকাশ করে সু্প্রিম কোর্ট কেন্দ্রকে দু’সপ্তাহ সময় বেঁধে দেয়৷ উলেখ্য, গত ১৯৯৫ সালের ৩১ অগস্ট চণ্ডীগড়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৎকালীন মুখ্যমন্ত্রীর৷ সেই ঘটনায় দোষী সাব্যস্ত হন বলবন্ত৷ ২০০৭ সালের জুলাই মাসে চণ্ডীগড় আদালত তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়৷ পরবর্তী সময়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সেই সিদ্ধান্ত বহাল রাখে৷ তখন বলবন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানান৷ তবে গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মৃত্যুদণ্ডের সাজা কমানোর সিদ্ধান্ত নেয় মোদি সরকার৷ ২০১৯ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করে বলবন্তকে আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে৷ কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হতে সময় লাগায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বলবন্ত৷ তারই ভিত্তিতে এই নির্দেশ৷