সুপ্রিম কোর্টে খারিজ হল শুভেন্দু অধিকারীকে নিয়ে করা রাজ্য সরকারের আবেদন ৷ বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারি বিষয়ে যে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তাকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে আবেদন করেছিল রাজ্য ৷ কিন্তু সোমবার তা খারিজ হয়ে গেল ৷ এর আগে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও আপিল করে রাজ্য ৷ কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ ৷ এরপরেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য ৷ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার বেঞ্চে রাজ্যের করা এই আবেদনের শুনানি ছিল ৷ সেখানেই এদিন খারিজ হয়ে যায় রাজ্য সরকারের আবেদন ৷ হাইকোর্টের রায়ের উপর হস্তক্ষেপ করতে রাজি হয়নি শীর্ষ আদালত ৷ গত 13 ডিসেম্বরের অন্তর্বর্তী রায়ই এদিন বহাল রাখা হল ৷ সেদিনও সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না ৷ মনে করা হচ্ছে এর ফলে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল রাজ্যের ৷