ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র সরকার। অভিযোগ উঠছে, রাজ্যে দলিতদের বিরুদ্ধে হিংসা চলছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবারে জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধিরা আসছেন রাজ্যে। সূত্রের খবর, এদিন তাঁরা বর্ধমানের একাধিক গ্রামে যাবেন। দক্ষিণ ২৪ পরগনারও বিভিন্ন অঞ্চলে যাবেন তাঁরা। কথা বলতে পারেন স্থানীয়দের সঙ্গে। দুদিন রাজ্যে থাকবেন তাঁরা। আজ বর্ধমানের এলাকা পরিদর্শন করবে প্রতিনিধি দল। পরে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় যাওয়ার কথা রয়েছে তাঁদের। শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রের সঙ্গে বৈঠক করারও কতা রয়েছে তাঁদের। কোথায় সেই বৈঠক হবে, তা এখনও জানা যায়নি। ওয়াকিবহাল মহল বলছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একাহর রাজ্য-কেন্দ্রের মধ্যে চাপানউতোর তৈরি হচ্ছে।