কলকাতা জেলা

নিম্নচাপের প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতাঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। নিম্নচাপের গতিপ্রকৃতি অনুযায়ী আজ বুধবার তুলনামূলক বেশি বৃষ্টি হবে দুই ২৪ পরগণা, দু‌ই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জেলায়, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন, নিম্নচাপটি স্থলভূমিতে ঢোকার পর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই কারণে আগামীকাল, বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় বেশি বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর কিছুটা শক্তিশালী হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। তাই আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের প্রভাব মঙ্গলবার থেকেই পড়তে শুরু করেছে। রাজ্যের উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণার কিছু এলাকায় হাল্কা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাও দফায় দফায় বৃষ্টি হয়েছে।