কয়েকদিন হল স্কুল খুলেছে। এরমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ আন্দোলন হয়ে গিয়েছে কয়েকটি স্কুলে। এবার আন্দোলন শুরু হল ধুপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। সোমবার স্কুলের টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে স্কুলের সামনের মাঠে ধরণায় বসে দ্বাদশশ্রেণির ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবি কয়েকদিন হল স্কুল খুলেছে। এরমধ্যেই নোটিশ দিয়ে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা নেওয়া হবে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়াদের প্রশ্ন, কিভাবে আমরা সিলেবাস শেষ করব? আমরা পরীক্ষা দিতে রাজি কিন্তু এত দ্রুত টেস্ট পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই আমরা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। সোমবার দুপুরে আচমকাই দ্বাদশশ্রেণির পড়ুয়ারা স্কুলের সামনের মাঠে ধরণায় বসে। পরে অবশ্য স্কুলের সমস্ত শিক্ষকরাই তাঁদের সঙ্গে কথা বলেন। বিকেলের দিকে চার জন ছাত্র-ছাত্রীর প্রতিনিধি প্রধান শিক্ষক-সহ শিক্ষকদের সাথে বৈঠক করে। পরে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, আগামী মাসের ১২ তারিখ অভিভাবকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানেই পরীক্ষা পিছানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।