জেলা

বনধকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের স্কুলগুলিতে শুরু পঠনপাঠন

শুক্রবার রাজ্যের সরকারি স্কুলগুলোতে পঠনপাঠন শুরু। বাংলা জুড়ে বামেদের ডাকা বনধকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলের স্বাদ দিতে একদম নির্দিষ্ট সময়ের মধ্যেই স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীরা। করোনা আবহের পর দীর্ঘ প্রায় ১১ মাস পরে সরকারি নির্দেশিকা মেনে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শহরেও সরকারি স্কুলগুলোতে পঠনপাঠন শুরু করা হয় এদিন। নির্দিষ্ট সময়ের মধ্যেই ছাত্রছাত্রীরা স্কুলে এসে উপস্থিত হয়।মাস্ক পড়ে থাকা বাধ্যতামূলক।ছাত্রছাত্রীদের হাত স্যানিটাইজড করে, থার্মাল গান দিয়ে তাদের টেম্পারেচার মেপে স্কুলে ঢোকার ব্যবস্থা করে স্কুল কতৃপক্ষ। মোট ছাত্রছাত্রীদের কয়েকটি সেকশনে ভাগ করে সামাজিক দূরত্ব মেনে বসানোর ব্যবস্থা করা হয়েছে। এতদিন পরে স্কুল শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রী ও শিক্ষকরা।