এবার সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পেলেন অন্য এক প্রজাতির খোঁজ। তাঁরা জানান, এই প্রজাতি তৈরি হচ্ছে ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টকে একত্রিত করে। বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন ‘ডেল্টাক্রন’। করোনার এই নতুন ভ্যারিয়েন্টের ২৫জন ওমিক্রনের আক্রন্তের মধ্যে ১০ জনের এই মিউটেশন পাওয়া গেছে। জানা গিয়েছে, এই ভাইরাসের কারণে হাসপাতালে ভর্তি হওয়া লোকদের থেকে ১১ টি নমুনা এসেছে। যখন ১৪ জন সাধারণ জনগণের কাছ থেকে এসেছে। সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জৈবপ্রযুক্তি এবং আণবিক ভাইরোলজির গবেষণাগারের প্রধান ড. লিওনডিওস কোস্ট্রিকিস জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মিউটেশনের ফ্রিকোয়েন্সি বেশি ছিল এবং এটি নতুন রূপ ও হাসপাতালে ভর্তির মধ্যে একটি সম্পর্ক নির্দেশ করতে পারে।