দেশ

দেশ জুড়ে বাড়ছে স্ক্রাব টাইফাসের আতঙ্ক, মৃত ৫

ওডিশায় স্ক্রাব টাইফাসের আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই। হিমাচলে ৯ জনের শরীরে স্ক্রাব টাইফাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। ওডিশায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি ৪ জনের দেহে এর সংক্রমণও ধরা পড়েছে। ওডিশায় মূলত বারগার জেলাতেই সংক্রমণ ধরা পড়েছে। ওডিশা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও হাত গুটিয়ে বসে নেই। সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে সংক্রমণ লাফিয়ে বাড়ছে হিমাচল প্রদেশের সিমলায়। সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে একই ধরনের সংক্রমণ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন। এখনও পর্যন্ত এঁদের মধ্যে ৯ জনের শরীরে স্ক্রাব টাইফাসের সংক্রমণ ধরা পড়েছে। গত অগস্টে পশ্চিমবঙ্গেও ধরা পড়েছিল স্ক্রাব টাইফাসের সংক্রমণ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও উদ্বেগ বাড়িয়েছিল স্ক্রাব টাইফাস। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকজন। রায়গঞ্জ মেডিক্যাল দাবি করেছিল, ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে, বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছিল। তবে আক্রান্তের সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। যদিও পরে কোনও বাড়াবাড়ি হয়নি। কী ভাবে হয় স্ক্রাব টাইফাস? ঘাস ঝোপঝাড়ে থাকা এক ধরনের কীটের কামড়ে এই সংক্রমণ হয়। আবার খরগোশ, ইঁদুর, কাঠবিড়ালীর শরীরেও থাকে ওই কীট যা থেকে স্ক্রাব টাইফাস হয়। যাঁরা মূলত বাগান পরিচর্যা কাজে যুক্ত, যাঁরা পেশায় হর্টিকালচারিস্ট, বা শখে বাগান করেন তাঁদের স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। 

জেনে নিন স্ক্রাব টাইফাসের উপসর্গগুলি –

সংক্রমণের মোটামুটি ১০ দিনের মাথায় দেখা দেয় উপসর্গ:

হাই ফিভার
প্রচণ্ড মাথা ব্যথা
সারা শরীরেও ব্যথা ও যন্ত্রণা
শুকনো কাশি
পেশিতে টান