জেলা

সিগন্যালের সমস্যার জেরে শিয়ালদা মেইন শাখায় ব্যাহত ট্রেন চলাচল

সপ্তাহের প্রথম কাজের দিনেই দুর্ভোগ। শিয়ালদা মেইন শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। আজ সোমবার, নৈহাটিতে অটো সিগন্যালে সমস্যা থাকায় শিয়ালদা মেইন শাখায় ট্রেন চলাচলে সমস্যা দেখা যায়। রেল সূত্রে খবর, এদিন সকাল ৬টা থেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। যার ফলে সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত আপ-ডাউন উভয় লাইনেই বন্ধ থাকে ট্রেন চলাচল। রেলের তরফে নৈহাটিতে পাঠানো হয় আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের। দ্রুত সেই টেকনিক্যাল সমস্যার সমাধান করা হয়। যার ফলে ফের চালু হয় পরিষেবা। কিন্তু একঘণ্টা পরিষেবা বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের থেকে দেরিতেই চলছে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন। সকালেই অফিস টাইমে এই যান্ত্রিক ত্রুটির জেরে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে।