দেশ

‘বাজার নিয়ে রকম বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না’, আদানি ইস্যুতে নাম না করে অবশেষে মুখ খুললো সেবি

আদানি কাণ্ড নিয়ে বর্তমানে সরগরম রয়েছে দেশ। ইতিমধ্যেই আদানি প্রসঙ্গে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার এই ডামাডোল পরিস্থিতিতে নিজেদের বক্তব্য স্পষ্ট করল সেবি। সম্প্রতি, আদানি গ্রুপের শেয়ারগুলি বাজারে ব্যাপক পতনের সাক্ষী হয়েছে। একমধ্যেই গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া হয়েছে সেবির তরফে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার শনিবার সাফ জানিয়ে দিয়েছে, যে বাজারে কোনও রকম বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না। একই সঙ্গে সেবির বক্তব্য, গোটা বিষয়টি নিয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ উল্লেখ্য বিষয় হল, সেবি-র বিবৃতিতে সরাসরি আদানি গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। SEBI জানিয়েছে, গত সপ্তাহে একটি ব্যবসায়িক গোষ্ঠীর শেয়ারের দামে অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা গেছে। সংস্থা জানিয়েছে, বাজার সঠিক ভাবে চলার জন্য ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য কোনও একটি স্টকের দামের ওঠা নামা সামলানোর ক্ষেত্রে সমস্ত মনিটারিং ব্যবস্থা রয়েছে। SEBI বাজারের দিকে বর্তমানে নজর রেখেছে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। SEBI স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যে তারা বাজারের নিরপেক্ষতা, সাবলীল ভাব ও শক্তিশালী অবস্থান বজায় রাখার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। এতদিন ধরে ভারতীয় স্টক মার্কেট যেভাবে স্বচ্ছ, দক্ষ পদ্ধতিতে কাজ করে আসছে তা ভবিষ্যতে নিশ্চিত করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।