বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ইকুয়েডর ২-০ গোলে হারিয়েছিল কাতারকে। অন্যদিকে সেনেগাল তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে লড়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হারে। ফলে এদিন দুই দলের কাছেই ছিল ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আয়োজক দেশ কাতারকে সেনেগাল ৩-১ উড়িয়ে দিল। কাতার পারল না, সেনেগাল করে দেখাল। আফ্রিকার দেশ ৩-১ গোলে কাতারকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকল। এদিন প্রথমার্ধের ৪১ মিনিটে বউলায়া দিয়ার গোলে এগিয়ে গিয়েছিল সেনেগাল। বিরতিতে ১-০ এগিয়ে মাঠ ছাড়া সেনেগাল দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে তারা। ফামারা দায়েদহিউ ৪৮ মিনিটে গোল করে সেনেগালের সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান। ৭৮ মিনিটে মহম্মদ মুন্তারি গোল করে কাতারের হয়ে ব্যবধান কমান ঠিকই। কিন্তু ৮৪ মিনিটে বাম্বা দিয়েং সেনেগালের হয়ে ৩ নম্বর গোলটি করে কাতারের ম্যাচে ফেরার সব রাস্তাই বন্ধ করে দেন। এই মুহূর্তে ‘এ’ গ্রুপে এক ম্যাচে তিন পয়েন্ট পকেটে পুরে টেবিলের মগডালে নেদারল্যান্ডস। দুয়ে ইকুয়েডর। তিনে সেনেগাল (২ ম্যাচে ৩ পয়েন্ট)। কাতারের ভাঁড়ার শূন্য। ইকুয়েডরের কাছে অরেঞ্জ আর্মির হারার সম্ভাবনা কমই। ডাচরা জিতলেই কাতারের বিশ্বকাপ শেষ।