এবার সিবিআই এবং নবান্নকে নিজেদের দাবি জানিয়ে ইমেল করল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস । পাশাপাশি মঙ্গলবার রাত দখলের ডাক দিয়েছে এই চিকিৎসক সংগঠন ৷ আজ রাত 9টায় হবে এই কর্মসূচি ৷ আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে 20 তারিখ থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা ধর্মতলা মেট্রো চ্যানেলে অবস্থান করছেন । তাঁদের দু’দফা দাবি রয়েছে । প্রথম দাবি হল, অবিলম্বে আরজি কর হাসাপাতালের প্রাক্তন অধ্যক্ষ অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে হবে আদালতে । এর পাশাপশি, এই কাজের জন্য রাজ্য সরকারের যে ক্লিয়ারেন্স প্রয়োজন, তা শীঘ্রই দিতে হবে । সেই দুটো কথা জানিয়েই ফের ইমেল করলেন সিনিয়র চিকিৎসকরা ।