দেশ

জরুরী ভিত্তিতে কোভোভ্যাক্স-কে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

‘সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া’-র তৈরি করোনার টিকা কোভোভ্যাক্স-কে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহারে অনুমতি দিয়েছে WHO। সংস্থার কর্ণধার আদার পুনাওয়ালা টুইটে নিজেই এই কথা জানিয়েছেন। টুইটে সেরাম কর্ণধার আদর পুনেওয়ালা বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আরও একটা বড় মাইলস্টোন। কোভোভ্যাক্স-এর দক্ষতা এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রভাব দেখে জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র দিয়েছে হু।’ এখনও পর্যন্ত ভারতের দুটি সংস্থা করোনা ভ্যাকসিন তৈরির জন্য লাইসেন্স পেয়েছে। দুটি সংস্থাই শীঘ্রই শিশুদের জন্য ভ্যাকসিন নিয়ে আসছে বলে জানিয়েছে। এদিন সকলকে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানিয়ে আদর পুনাওয়ালা বলেন, ‘আমি মনে করি, আপনারও ভ্যাকসিন নেওয়া উচিত এবং আপনার শিশুকেও দেওয়া উচিত। এটায় কোনও ক্ষতি নেই। এই ভ্যাকসিনগুলি নিরাপদ ও কার্যকরী হিসাবে প্রমাণিত হয়েছে।’ একইসঙ্গে শিশুদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় ঘোষণার উপর নির্ভর করছে জানিয়ে তিনি বলেন, ‘আপনি যদি মনে করেন, আপনিও আপনার বাচ্চাদের টিকা দিতে চান তাহলে এই বিষয়ে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং এবিষয়ে এগিয়ে চলুন। শিশুদের জন্য আমাদের কোভোভ্যাক্স ছয়মাসের মধ্যেই আসছে।’