বিদেশ

তালিবানের তাণ্ডব থেকে বাঁচতে দেশ ছাড়ার হিড়িক, ফের কাবুল বিমানবন্দরের বাইরে পদপিষ্ট হয়ে মৃত ৭, আহত বহু

তালিবানের তাণ্ডব থেকে বাঁচতে এদিনও কাবুল বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছিলেন হাজার হাজার আফগান নাগরিক। একবার বিমানবন্দরের দেওয়াল টপকাতে পারলেই মিলতে পারে মুক্তির স্বাদ। কিন্তু সেই স্বাদ মেলার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কাবুল বিমানবন্দরে বাইরে মৃত্যু হল সাত জনের। রবিবার সকালে ইউকে-র প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, বিমানবন্দরে প্রবেশ করার পথে প্রবল ভিড়ের মধ্যেই মৃত্যু হয়েছে ৭ আফগানের। বহু মানুষ আহত হয়েছে। এই ঘটনায় আরও একবার তালিবানি শাসনের ছবিটা স্পষ্ট হয়ে গেল। কিছুদিন আগে আগফান প্রদেশের দখল নিয়েছে তালিবানরা। শরিয়ত আইন মেনে এবার সেখানে চলবে তালিবানি রাজ। এমতবস্থায় আফগান প্রদেশ ছেড়ে অন্যত্র ঠাঁই খুঁজছে আফগানিস্তানের মানুষ। সতর্কতার সঙ্গে ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।আফগান শরণার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে আমেরিকা। বাইডেন প্রশাসন সূত্রে খবর, সেনাবাহিনীর যুদ্ধবিমান আফগানিস্তান থেকে তাঁদের উদ্ধার করার পর মার্কিন বাণিজ্যিক বিমান গন্তব্যস্থলে পৌঁছে দেবে বলে খবর। যদিও তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।