দেশ

ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক

গত ৯ দিনে এই নিয়ে পাঁচবার। মঙ্গলবার দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি। প্রথমে সপ্তাহের পরে ফের দ্বিতীয় সপ্তাহেও ফের হুমকির খবরে নতুন করে আতঙ্ক তৈরি হল। রাজধানীর দমকল বিভাগ জানিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির সরস্বতী বিহারে ক্রিসেন্ট পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি আসে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ, বম্ব নিষ্ক্রিয়কারি টিম, বম্ব স্কোয়াড। তল্লাশি চালানোর পরেও সন্দেহভাজন কিছু খুঁজে পাওয়া যায়নি। বার বার বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন দিল্লি পুলিশ। গত ১৪ ডিসেম্বর আটটি স্কুলে বোমাতঙ্কের খবর আসে। তার আগে ১৩ ডিসেম্বর ৩০ টি স্কুলে একই কায়দায় ই-মেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। ৯ ডিসেম্বর ৪৪টি স্কুলের একই ভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেল এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।