জেলা

হলদিয়া আইওসি-তে ভয়াবহ অগ্নিকান্ড মৃত ৩, আহত ৪৪, ১৫টি অ্যাম্বুল্যান্সে করে গ্রিন-করিডোর মাধ্যমে কলকাতায় আনা হল দগ্ধদের

হলদিয়া আইওসি-তে (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) লাগল বিধ্বংসী আগুন ৷ মঙ্গলবার বিকেলের এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের ৷ আহত ৪৪ জনের মতো ৷ বেশ কয়েকজন আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গুরুতর আহত কয়েকজনকে কলকাতা রেফার করা হয়েছে । দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ৷ পরে আরও ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ জানা গিয়েছে, আইওসিএলের রিফাইনারিতে হাইড্রোজেন সালফাইড ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে ৷ জানা গিয়েছে, হলদিয়ার ওই তেল সংশোধনাগার বন্ধ করে কয়েকদিন ধরে মেরামতের কাজ চলছিল । তবে আজ মঙ্গলবার বিপর্যয় মোকাবিলার মহড়া বা মকডিল ছিল । মকডিল শেষ হওয়ার ঘণ্টাখানেক পর দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ রিফাইনারির এমএসকিউ ইউনিটে পেট্রল বা মোটর স্পিরিট তৈরির ইউনিটের একটি টাওয়ারে ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি পড়ে ৷ তাতেই আগুন ধরে যায় ৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । সেই সময় ওই টাওয়ারের উপর মেরামতির কাজ করছিলেন শ্রমিকরা । তাঁরা আগুনে ঝলসে যান ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় ৩জনের ৷ দুর্ঘটনার খবর পেয়েই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি রাজ্য সরকার চিকিৎসায় সবরকম সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী লেখেন, “আইওসি হলদিয়ায় আগুন লাগার ঘটনায় গভীরভাবে ব্যাথিত ৷ তিনটি মূল্যবান জীবন অকালে ঝরে গেল ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ আহতদের মধ্যে কয়েকজনকে গ্রিন করিডর করে কলাকাতা নিয়ে আসা হয়েছে ৷ তাঁদের দ্রুত সুস্থতার জন্য রাজ্য সরকার সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে ৷ তাঁদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছে রাজ্য সরকার। জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, ১৫টি অ্যাম্বুল্যান্সে করে ১৬ জন আহতকে গ্রিন করিডোর দিয়ে আনা হল কলকাতায়। তাঁদের ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, আরও ৪ জনকে আনা হচ্ছে কলকাতায় । এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।