কলকাতা

রাজ্য়ের বিভিন্ন দফতরে ৫৫২টি নতুন পদে চাকরির নিয়োগের সিদ্ধান্ত নিল মমতার মন্ত্রিসভা

এবার খুশির খবর বাংলায়। রাজ্য়ের বিভিন্ন দফতরে অন্তত ৫৫২টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত হল মন্ত্রিসভায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। সেখানেই এব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, স্কুল শিক্ষা দফতরে ৩৫জন, প্রাণী সম্পদ উন্নয়ন দফতরে ২৭০জন, স্বরাষ্ট্র দফতরে ১০৫জনকে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ বাকি যে শূন্য়পদগুলি রয়েছে তা অন্যান্য দফতরে নিয়োগ করা হবে। এদিকে দিকে দিকে যখন চাকরি না থাকা নিয়ে এত কথা তখন এই নতুন নিয়োগের প্রসঙ্গকে ঘিরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দেখা দিয়েছে। মন্ত্রিসভায় অপর একটি বড় সিদ্ধান্ত হয়েছে। সেটা হল এবার থেকে বিদ্যুৎচালিত গাড়ি কিনলে কর ও নথিভুক্তকরণের ক্ষেত্রেও আরও এক বছর ছাড় দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।