ঈশিতা উপাধ্যায়ঃ আজ ৫৫-তে পড়লেন কিং খান। এবছর অন্যভাবেই কাটলো শাহরুখ খানের জন্মদিনটা। করোনা আবহে এবছর ফাঁকাই থাকল শাহরুখ খানের ‘মন্নত’-এর সামনেটা। অন্যান্যবার আজকের দিনে নিজেরদের প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে ভিড় জমান অগণিত ভক্ত। আর অনুরাগীদের সেই ভালোবাসা বারান্দা থেকে হাত নেড়ে আনন্দে উচ্ছ্বাসে গ্রহণ করেন বলিউড বাদশাহ। তবে এবছরে এসব কিছুই হল না। কিন্তু তার জন্য একটুও কষ্ট নেই কিং খানের মনে। বরং অনুরাগীরা যেভাবে এবারে তাঁর জন্মদিনটা পালন করল তাতে বেজায় খুশি বাদশাহ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও করে তাঁর সমস্ত ফ্যান ক্লাব সদস্য এবং অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। এই মুহুর্তে আই পি এল-এর জন্য সপরিবারে দুবাইতে আছেন কিং খান। সেখান থেকেই ভিডিও করেন তিনি। অন্যদিকে, শাহরুখের জন্মদিন উপলক্ষে রবিবার রাত ১২টার পর থেকেই ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। তবে করোনা আবহে এবার বলিউডের বাদশা খান তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা করবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রত্যেকবারের মতো এবারও তাঁর ভক্ত, অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ছে। এইদিনটি শাহরুখ ভক্তদের কাছে প্রায় একটি উৎসব পালনের দিন। প্রতিবছর এই দিনে মুম্বইয়ে অবস্থিত শাহরুখের বাংলো ‘মান্নত’-এর সামনে ভিড় জমান হাজার হাজার শাহরুখ অনুরাগী। ‘মান্নত’-এর সামনে চলে শাহরুখ বন্দনা, কেক কাটা। প্রতিবার নিয়ম করেই শাহরুখ খান মান্নতের ছাদ থেকে মাথা পেতে তাঁর ফ্যানদের এই শুভেচ্ছা ও ভালবাসা গ্রহণ করেন ও হাত নাড়িয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে চলতি বছর যেহেতু অন্যান্য বছরগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, তাই শাহরুখ খান সম্প্রতি টুইটারে ‘এস্ক মি এনিথিং’ (# এসএসআরকে)-তে অনুরাগীদের সাথে কথা চলাকালীন এক ভক্ত তাঁর জন্মদিনের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে শাহরুখ তাকে এবং অন্যান্যদের প্রতি বছরের মতো তাঁর বাড়ির বাইরে ভিড় না করার অনুরোধ জানান। অভিনেতা তাদের মনে করিয়ে দেন যে তারা যেন অবশ্যই এই বছর সামাজিক দূরত্ব মেনে চলেন। টুইটে তিনি লেখেন, “দয়া করে আমি অনুরোধ করি যেন কেউ ভিড় না করে। আমার জন্মদিন বা যেখানেই হোক! ইস বার কা প্যার… থোড়া দুর সে ইয়ার”। বর্তমানে আইপিএল-এর জন্য সপরিবারে এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন কে কে আর টিমের অন্যতম মালিক শাহরুখ খান। নিজেদের প্রিয় তারকার অনুরোধ রেখেছেন শাহরুখ অনুরাগীরা। শাহরুখের একটি ফ্যান ক্লাবের তরফে জানানো হয় তাদের তরফে ভার্চুয়ালি শাহরুখের জন্মদিন পালন করা হবে। রবিবার মধ্যরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বাংলো ‘মন্নত’ এর বাইরে থেকে লাইভ স্ট্রিমিং করা হয়। ওই লাইভ স্ট্রিমিংয়ে শাহরুখ ভক্তরা কেক কাটা দেখতে পান। পাশাপাশি ভার্চুয়ালি শাহরুখের বিষয়ে নানা রকম ক্যুইজ,ভার্চুয়াল সেলফি বুথ ও হরেক মজার ব্যবস্থা করা হয়। এছাড়াও ওই ফ্যান ক্লাবের তরফের শাহরুখের জন্মদিন আরো ভালোভাবে পালন করার জন্য ৫৫৫৫ টি কোভিড কিট সহ মাস্ক,স্যানিটাইজার বিতরণ করা হয়। শুধু তাই নয়, একাধিক অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের সাহায্য পাঠাবার পাশাপাশি ৫৫৫৫ জনকে ভরপেট খাবারও খাওয়ানো হয়। মহারাষ্ট্রের মালেগাঁওয়ের একটি ফ্যান ক্লাব এসআরকে-র জন্মদিন ব্যানার, পোস্টার নিয়ে পালন করেন। উদয়পুরে শাহরুখের যে ফ্যান ক্লাব রয়েছে, তারা এবার পথের কুকুরদের খাইয়ে প্রিয় অভিনেতার জন্মদিন পালন করেন। নিজেরে সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করে কিং খানের উদয়পুরের ফ্যান ক্লাব। শাহরুখের জন্মদিনের তাঁকে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিজের ট্যুইটার হ্যান্ডেলে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। অনুরাগীদের পাশাপাশি বাদশাহকে বলিউডের অন্যান্য তারকারাও শুভেচ্ছা জানান। দুই দশকের ক্যারিয়ারে, এসআরকে বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। তাঁর ঝুলিতে আছে বহু রোমান্টিক ছবিও। তাঁর কাল্ট মুভি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গ সম্প্রতি ২৫ বছরে পা দিয়েছে।