ঠাকুরবাড়িতে রাস উৎসবের অনুষ্ঠান-মঞ্চ থেকে BJP-সহ সমস্ত রাজনৈতিক দলকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শান্তনু ঠাকুর । তিনি বলেন, “রাজনৈতিক লোকেরা বর্ণবাদের চক্রান্ত করে মতুয়াদের পিছিয়েপড়া সম্প্রদায় হিসেবে রেখে দিয়েছে । সুযোগ দিলে ভারত ও পশ্চিমবঙ্গ শাসন করার ক্ষমতা আছে পিছিয়েপড়া সম্প্রদায় মানুষের । সংশোধিত নাগরিকত্ব আইন চালু না হলে মতুয়া সম্প্রদায়ের মানুষ যা বলবে, সেটাই হবে । মতুয়া মহাসংঘ কোনও রাজনৈতিক দলের পদলেহন করে না ।”সম্প্রতি বারাসতে মতুয়াদের একটা অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেছিলেন, অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন চালু না হলে মতুয়ারা সিদ্ধান্ত নেবেন, তাঁরা কী করবেন । শান্তনুর ওই বক্তব্যের পর BJP-র অন্দরে গুঞ্জন শুরু হয় । শান্তনু দল ছাড়তে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়ে । তাঁর ক্ষোভ কমাতে তড়িঘড়ি ঠাকুরবাড়িতে যান তথাগত রায় । তারপর অবশ্য শান্তনু নীরব হন । কিন্তু রবিবার ফের তিনি ঠাকুরবাড়ির রাস উৎসবরের মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন । ফলে, শান্তনুর মন্তব্য জল্পনাকে আরও উসকে দিল ।