দেশ

শশীকলার ১৫০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর

এখনও তাঁর জেল থেকে মুক্তি পেতে পেতে তিন মাস বাকি। তার আগেই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিকে শশীকলার ১৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন প্রয়াত জয়ললিতা। সেই মামলাতেই আম্মার আত্মীয় শশীকলাকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট। ৬৯ বছর বয়সী শশীকলার ২০১৭ সালে জেল হয়েছিল। তাত্‍পর্যপূর্ণ হল, শশীকলা যখন জেল থেকে মুক্তি পাবেন তার মাস দেড়েক বাদেই তামিলনাড়ুতে বিধানসভা ভোট হওয়ার কথা। তামিলনাড়ুর সিরুতাভুর এলাকায় বিপুল সম্পত্তি ছিল শশীকলার। আয়কর দপ্তর সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বুধবারই তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পনিরসেলভম ঘোষণা করেছিলেন, একুশের ভোটে এআইডিএমকের হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। যদিও তার আগে কয়েক সপ্তাহ পনিরসেলভম বনাম পালানিস্বামীর মধ্যে কে হবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তা নিয়ে কার্যত যুদ্ধ চলেছিল। সেই ঘোষণার পরদিনই শশীকলার সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযান চালালেন আয়কর কর্তারা। আদালতের নির্দেশে শশীকলা আরও দু’বছর ভোটে লড়তে পারবেন না।