পুলিশ হেফাজতে শেখ শাহজাহান। ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের। ইডির উপর হামলার ৫৫ দিন পর ধৃত সন্দেশখালির বেতাজ বাদশা। ভোররাতে মিনাখাঁ থেকে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। আজ সকালে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বিচারকের। সূত্রের খবর, আদালতের লকআপে রাখা হয়েছে তাকে। গত ৫ জানুয়ারি থেকেই এ রাজ্যের সবচেয়ে আলোচ্য নাম ছিল শাহজাহান। তার ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিল ‘সন্দেশখালির বাঘ’। শেষপর্যন্ত শাহজাহানকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷