জার্মানির ব্রেমারহেভেন বন্দর থেকে তিন হাজার বৈদ্যুতিক গাড়ি নিয়ে মিশর যাওয়ার পথে নেদারল্যান্ডসের উপকূলবর্তী এলাকায় মাঝ সমুদ্রেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মার্কিন পণ্যবাহী জাহাজে। আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যেই জাহাজের এক কর্মী প্রাণ হারিয়েছেন। প্রাণ বাঁচাতে মাঝ সমুদ্রে ঝাঁপও দিয়েছিলেন বেশ কয়েকজন কর্মী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিধ্বংসী আগুনে কার্যত পুড়ে ছাই হতে চলেছে জাহাজটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ফ্রিম্যানটেল হাইওয়ে নামের পণ্যবাহী জাহাজটি মঙ্গলবার ৩ হাজার বৈদ্যুতিক গাড়ি নিয়ে জার্মানির ব্রেমারহেভেন বন্দর থেকে থেকে মিশরের দিকে রওনা হয়েছিল। বন্দর থেকে ২৭ কিলোমিটার যাওয়ার পরে নেদারল্যান্ডসের আমেলান্ড দ্বীপের কাছে আচমকাই জাহাজটিতে আগুন লেগে যায়। নিমিষেই ওই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে একজন জাহাজকর্মী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২২ নাবিক। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন সমুদ্রে ঝাঁপও দিয়েছিলেন। তাঁদের উদ্ধার করে হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবারও জাহাজটিতে আগুন জ্বলতে দেখা গিয়েছে। মাঝসমুদ্রে জাহাজে বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেয়েই আগুন নেভাতে হাজির হয়েছিল নেদারল্যান্ডসের একটি উদ্ধারকারী জাহাজ। কিন্তু আগুনের তাপ এতটাই ছিল যে ফ্রিম্যানটেল হাইওয়ে জাহাজের কাছাকাছি পৌঁছতে পারেনি। উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন উইলার্ড মলিনার জানিয়েছেন, জল দিয়ে বৈদ্যুতিক গাড়ি বহনকারী জাহাজটির আগুন নেভানোর চেষ্টা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। যে জাহাজটিতে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি যে কোনও মুহুর্তে ডুবে যাবে। কীভাবে জাহাজটিতে আগুন লাগল তা জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, জাহাজে থাকা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার কারণেই আগুন লেগেছে।