উত্তরপ্রদেশে বিজেপির জয়ে অবদান রয়েছে মায়াবতী এবং আসাদুদ্দিন ওয়েইসির৷ এমনটাই মনে করছে শিবসেনা৷ তাই কেন্দ্রের কাছে ওই দু’জনের একজনকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান এবং অপরজনকে পদ্মসম্মানে ভূষিত করার দাবি জানাল তারা৷ দলের সাংসদ সঞ্জয় রাউত বলেন, ওয়াইসি ও মায়াবতীকে পদ্মবিভূষণ বা ভারতরত্ন দেওয়া উচিত এর জন্য। বিজেপির জয়ে মায়াবতী এবং ওয়েইসির অবদান রয়েছে৷ ভোটে জিততে না পারলেও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব আসন সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছেন৷ এজন্য তিনি বিরোধীদের থেকে প্রশংসা আদায় করে নিচ্ছেন৷ সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘বিজেপি উত্তরপ্রদেশে বিপুল জয় পেয়েছে৷ উত্তরপ্রদেশ তাদের দখলেই ছিল৷ এখনও আছে৷ কিন্তু অখিলেশ যাদব আগেরবারের তুলনায় তিনগুণ আসন সংখ্যা বাড়িয়েছেন৷ ৪২ থেকে ১২৫-এ পৌঁছেছেন৷ মায়াবতী এবং ওয়েইসির এই জয়ে অবদান রয়েছে৷ তাই তাঁদের পদ্মভূষণ এবং ভারতরত্ন দেওয়া হোক৷’ বিরোধীদের অভিযোগ, বিএসপি এবং মিম বিজেপির বি টিম হিসেবে কাজ করে৷ উত্তরপ্রদেশে ভোটের পর সেটা আরও একবার প্রমাণিত হল৷