ঘূর্ণিঝড় তওকতে গুজরাতে আছে পড়ার আগেই বিধ্বস্ত করে দিয়ে যায় মহারাষ্ট্রের একাংশ। বিশেষ করে মুম্বই সংলগ্ন এলাকার নকশা বদলে যায় সোমবার রাতেই। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র গুজরাতি গেলেন পরিদর্শনে। গেলেন না মহারাষ্ট্রে। জানিয়ে ইতিমধ্যেই কটাক্ষ ছুড়ে দিয়েছে সে রাজ্যের শাসকদল তথা এনডিএ-র প্রাক্তন শরিক শিবসেনা। প্রধানমন্ত্রী কেন মহারাষ্ট্রে পরিদর্শনে গেলেন না? এর ব্যাখ্যা দিতে গিয়ে কটাক্ষ করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘যেহেতু গুজরাতের প্রশাসন দুর্বল, তাই প্রধানমন্ত্রী জানেন বিপর্যয় সামলানোর যোগ্যতা তাদের নেই। তাই ওখানে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সরকার এতই শক্তিশালী যে প্রধানমন্ত্রীকে এই রাজ্যের বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন হতে হয় না।’ বিজেপি নেতা রামকদমের পাল্টা অভিযোগ, মহারাষ্ট্রের কোঙ্কন উপকূলের সমগ্র এলাকা ঘূর্ণিঝড় তওকতের আঘাতে বিপর্যস্ত। সেখানে রাজ্যের কোনও মন্ত্রীকে পরিদর্শনে যেতে দেখা যায়নি। বরং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সেখানে গিয়েছিলন পরিদর্শনে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, একবার শীতাতাপ নিয়ন্ত্রিত ঘর থেকে বেরিয়ে দুর্যোগের কবলে পড়া মানুষদের সাহায্য করুক মহারাষ্ট্র সরকার।