কলকাতা

কৃষি দফতরের দায়িত্ব নিলেন শোভনদেব চট্টোপাধ‍্যায়

আজ কৃষি দফতরের দায়িত্ব নিলেন শোভনদেব চট্টোপাধ‍্যায়। এদিন দফতরের দায়িত্ব নেওয়ার পর উচ্চপ্রদস্থ কৃষি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। কৃষিমন্ত্রী মনে করেন, ডাল, ধানের মত শস‍্য উৎপাদনে রাজ‍্য ৫ বার কৃষি কর্মন পুরস্কার পেয়েছে। কিন্তু ধান বা ডাল রাজ‍্যে চাহিদা থেকে উদ্বৃত্ত হচ্ছে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন  না। তাই আগামী ২০ বছর পর রাজ‍্যের চাহিদা অনুযায়ী বিকল্প  চাষের ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি ফোড়েদের দৌরাত্ম কমাতে কৃষি মাণ্ডি গুলো চালু রাখার ওপর জোর দেওয়া হবে। তাই বিকল্প চাষ এবং কৃষকদের মুনাফা বাড়াতে বর্তমান কৃষি নীতির পরিবর্তন করা আবশ‍্যিক বলে মনে করেন কৃষিমন্ত্রী। এরই মধ‍্যে কৃষিমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন, নতুন কৃষিনীতিতে কোন কোন বিষয়ের ওপর জোর দিলে কৃষকরা উৎসাহ পাবে সে ব‍্যাপারে সুনির্দিষ্ট পরামর্শ দিতে বলা হয়েছে। আগামী ২০ বছরে রাজ‍্যের জনসংখ্যা কেমন হবে, সেই জনসংখ্যার নিরিখে বর্তমান চিরাচরিত চাষাবাদকে প্রাধান‍্য দেওয়া হবে নাকি উন্নতমানের প্রযুক্তির ছোঁয়ায় বিকল্প কোনো শস‍্যের উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হবে কিনা, সে বিষয়েও এদিন আলোচনা হয়।