দেশ

যোগীরাজ্যে ফের কোভিডে মৃতের দেহ নদীতে ফেলার ভিডিও ভাইরাল

ফের উত্তরপ্রদেশের ভয়াবহ এক দৃশ্য তোলপাড় ফেলে দিল দেশজুড়ে ৷ সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোভিডে মৃত একজনের দেহ ছুড়ে ফেলা হচ্ছে নদীতে ৷ ওই এলাকা দিয়ে গাড়িতে যাওয়ার সময় ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন এক দম্পতি ৷ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে ৷ উঠেছে নিন্দার ঝড় ৷ এর আগেও যোগী আদিত্যনাথের রাজ্যে কোভিডে মৃতদের একের পর এক দেহ ভাসতে দেখা গিয়েছে গঙ্গায় ৷ নদীর উপকূলে বালির চড়েও পড়ে থাকতে দেখা গিয়েছে বহু দেহ ৷ সপ্তাহ দুয়েক আগে সেই ভয়ংকর ছবি দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ ৷ কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় যে, কোনওভাবেই যেন মৃতদেহ নদীতে ফেলা না-হয় ৷ উত্তরের বিভিন্ন রাজ্যকে চিঠি লিখে উপকূলের নিরাপত্তা বাড়ানোর কথাও বলেছিল কেন্দ্র ৷ তবে এত কিছুর পরেও সেই উত্তরপ্রদেশেই ধরা পড়ল আবারও একই ছবি ৷ ২৮ মে এক দম্পতি বলরামপুর দিয়ে যাওয়ার সময় এই ঘটনা দেখে তা শ্যুট করে নেন ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, পিপিই পরা এক ব্যক্তি ও আর একজন একটি মৃতদেহ টেনে তুলছে রাপ্তি নদীর উপরের একটি সেতুর রেলিং-এর উপর ৷ পিপিই পরা লোকটি দেহটি ব্যাগ থেকে বের করার চেষ্টা করছেন বলে দেখে মনে হচ্ছে ৷ পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক খবরটি নিশ্চিত করে জানান যে, মৃত ওই ব্যক্তির কোভিডেই প্রাণ গিয়েছে ৷ তাঁর আত্মীয়রা দেহটি নদীতে ফেলার চেষ্টা করছিলেন ৷