ফের শুটআউট বেলঘরিয়ায় । এবার দলীয় কার্যালয়ের সামনে গুলি করে খুন করা হল তৃণমূল কর্মীকে । নিহতের নাম রেহান খান (৩০)। গুলিবিদ্ধ অবস্থায় সারারাত তাঁর দেহ পড়েছিল পার্টি অফিসের সামনের রাস্তায় । বুধবার সকালে সেখান থেকেই উদ্ধার হয় তৃণমূল কর্মীর নিথর দেহ । ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাজীবনগরে । এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ । তৃণমূল কর্মী খুনের ঘটনার সঙ্গে ধৃতদের সরাসরি যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা । এর পিছনে আরও কারও হাত রয়েছে কি না, তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত কোনও শত্রুতার জেরে এই খুন হয়ে থাকতে পারে । এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে বেলঘরিয়া থানার পুলিশ । জানা যাচ্ছে, জলাজমি দখলদারি ঘিরে রেহানের সঙ্গে তাঁর বিবাদমান গোষ্ঠীর দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল । সেই গণ্ডগোলের জেরেই কি খুন হতে হল তৃণমূল কর্মীকে ? উত্তর খুঁজছে পুলিশ । ধৃত তিনজনই শাসকদলের কর্মী হওয়ায় জমি সংক্রান্ত ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের কোন্দলও প্রকাশ্যে চলে এসেছে । যদিও এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায় ।
