জেলা

বিজেপি রাজ্য কমিটিতে শোভন -শুভ্রাংশু, বাদ পড়লেন চন্দ্রকুমার বসু

পশ্চিমবঙ্গে ৯৬ জনের রাজ্য কমিটি গঠন করল বিজেপি। স্থান পেলেন বিধায়ক, সাংসদ সহ দলের শাখা সংগঠনের একাধিক পদাধিকারীরা। দলে প্রচুর সংখ্যক নতুন মুখ নেওয়া হয়েছে। এই রাজ্য কমিটির হাতেই থাকবে ২১-র ভোট। পাশাপাশি ছেটে দেওয়া হয় নিষ্ক্রিয় সদস্যদের। কমিটি থেকে বাদ পড়লেন রাজ্য বিজেপির প্রাক্তন সহ সভাপতি চন্দ্রকুমার বসুর নাম। অন্যদিকে ১১০ জনের যে স্থায়ী আমন্ত্রিত সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেখানে রাখা হয়েছে শোভন চ্যাটার্জিকে। রাজ্য বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্যদের তালিকায় রাহুল সিনহার সঙ্গে এবার রাখা হয়েছে মুকুল রায়কেও। আরও রয়েছেন অধ্যাপক অসীম ঘোষ। রাজ্য কমিটির পদাধিকারীদের বৈঠকে সামিল হওয়ার অধিকার পাবেন এই সদস্যরা। ২১ জনের আরেকটি বিশেষ আমন্ত্রিতদের তালিকাও তৈরি করা হয়েছে, সেখানে রয়েছেন তৃণমূল ছেড়ে আসা ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডা এবং মুকুল পুত্র শুভ্রাংশু রায়। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে। রাজ্য কমিটির প্রধান দিলীপ ঘোষই।