কলকাতা

পরেশ পালকে আইনি নোটিস সাধন পান্ডের মেয়ে শ্রেয়ার

তৃণমূল বিধায়ক পরেশ পালকে আইনি নোটিস পাঠালেন সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে। সম্মানহানির অভিযোগ তুলে সাত দিনের মধ্যে পরেশ পালকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে আইনজীবীর মাধ্যমে দাবি করেছেন শ্রেয়া। তা না হলে পরেশ পালের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বেলেঘাটার বিধায়ক পরেশ পালের এবং ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডের দলের মধ্য়ে দীর্ঘদিন ধরেই বিপরীত মেরুতে অবস্থান । সম্প্রতি পরেশ পালের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ফের সরব হন সাধন। তাঁর জবাব দিতে গিয়েই পরেশ পাল শ্রেয়া পান্ডে এবং তাঁর মেয়েকে উদ্দেশ করে অসম্মানজনক মন্তব্য করেন অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে এই নোটিস পাঠিয়েছেন সাধন পান্ডের মেয়ে। পরেশ পালের তিনটি ঠিকানাতেই এই নোটিস পৌঁছে গিয়েছে। দাবি মতো নিঃশর্ত ক্ষমা না চাইলে পরেশ পালের বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি মামলা করা হতে পারে বলে জানিয়েছেন শ্রেয়া পান্ডের আইনজীবী সুদীপ্ত পণ্ডা। তিনি বলেন, ‘নোটিস দেওয়ার পর ইতিমধ্যেই ৭ দিনের সময়সীমা শেষ হয়েছে। এখনও কোনও প্রত্যুত্তর পাইনি। আমরা দেওয়ানি ও মানহানি মামলার মতো আইনি পদক্ষেপের কথা ভাবছি।’