কলকাতা

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় সচিবের ঘরে গিয়ে ইস্তফা দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ যদিও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না। অনেক আগেই বিধানসভা থেকে বেরিয়ে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী সে খবর পেয়েই এদিন বিধানসভায় ঢুকে সরাসরি বিধানসভার সচিব অভিজিৎ সোমের কাছে গিয়ে এই ইস্তফা পত্রটি জমা দিয়ে গেলেন।  সেই মতো ঠিক বেলা সাড়ে ৩টে নাগাদ বিধানসভায় পৌঁছন শুভেন্দু। বিধানসভার সচিবের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দেন। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ‘শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না। কারণ, ‘ইস্তফাপত্র গ্রহণের এক্তিয়ার নেই সচিবের।’। ফলে শুভেন্দুর ইস্তফা-পত্র গৃহীত হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।