চার চারটি মামলা রয়েছে তাঁর নামে। কিন্তু কোনও মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দেহরক্ষীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মামলায় সিআইডি তলব করেছিল শুভেন্দুকে। কিন্তু ভবানী ভবনে না গিয়ে আদালতে যান নন্দীগ্রামের বিধায়ক। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দিয়েছেন, শুভেন্দুর বিরুদ্ধে কোনও চরম পদক্ষেপ নেওয়া যাবে না। তবে বিরোধী দলনেতাকেও তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্ত এজেন্সি যখন তাঁকে ডাকবে তখন হাজিরা দিতে হবে। আদালত স্পষ্ট করে বলে দিয়েছে, ভবিষ্যতেও শুভেন্দুর বিরুদ্ধে যে মামলা রুজু হবে তাতেও বিরোধী দলনেতাকে গ্রেফতার করা যাবে না। তদন্তের প্রশ্নে তাঁকে যদি ডেকে জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে তাঁর সময় নিয়েই করতে হবে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, নন্দীগ্রাম এবং কাঁথি থানায় মামলা রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। পাঁশকুড়া থানায় শুভেন্দুর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। নন্দীগ্রাম থানায় রয়েছে মারামারির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ। কাঁথি থানায় ত্রিপল চুরির মামলা রয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে।