নতুন বছরের শুরুর মুখেই কেন্দ্রে বড় পদ পেতে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁকে জুট কর্পোরেশনের ডিরেক্টর করা হচ্ছে বলে জানা গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইচ্ছাতেই শুভেন্দুকে এই পদে বসানো হচ্ছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে এটাও জানা গিয়েছে এদিনই বিকালে জুট কর্পোরেশন থেকে শুভেন্দু অধিকারীকে ফোন করে তাঁর বায়োডাটা চেয়ে পাঠানো হয়েছিল। সেই সময়ই তাঁকে ওই পদে নিয়োগের কথা জানানো হয়। সেই সঙ্গে তাঁকে জানিয়ে দেওয়া হয় নিয়মানুসারে এই পদ যেহেতু কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীপদের সমতূল্য তাই তাঁর বেতন ও নিরাপত্তা সেই মাপেরই হবে। আর এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই কার্যত রাজ্য বিজেপির নেশ কিছু নেতাকে ক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে। কারন শুভেন্দু না লোকসভার সাংসদ না রাজ্যসভার। তারপরেও এহেন পদপ্রাপ্তি। বাবুল সুপ্রিয় বা দেবশ্রী রায়ও ক্যাবিনেট মন্ত্রী নন। দুইজনই প্রতিমন্ত্রী। তবে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, কয়লা পাচার ও গরু পাচার চক্রের সম্পর্কে শুভেন্দুর কাছ থেকে নির্ভরযোগ্য কিছু তথ্যের ভিত্তিতেই এই হানাদারি চালানো হয়েছে। বিনিময়ে জুট কর্পোরেশনের ডিরেক্টর পদ ভেট হিসাবে দেওয়া হয়েছে তাঁকে। তবে শুভেন্দুতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই ক্রমাগত গুরুত্ব বৃদ্ধির জেরে রাজ্য বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ ক্রমশই বেড়ে চলেছে। কেন্দ্রীয় নিরাপত্তা থেকে কেন্দ্রীয় পদপ্রাপ্তির এই ঘটনাকে তাঁরা ভালো ভাবে নিচ্ছেন না। এখন দেখার বিষয় শুভেন্দুর প্রতি এই আস্থা দলের মধ্যে ভাঙন ধরিয়ে দেয় কিনা।