কলকাতা

শুভেন্দুর চিঠি সিবিআই ডিরেক্টরকে

 জেলে বন্দি সুদীপ্ত সেনের লেখা চিঠির তদন্ত চেয়ে এ বার সিবিআই ডিরেক্টরকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট অভিযোগ, সারদা চিটফান্ড কর্তা সুদীপ্তর ওই চিঠি উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্য মন্ত্রিসভা থেকে আমার ইস্তফা, তার পর সেই চিঠি লেখা এবং মিডিয়ার হাতে তা পৌঁছে দেওয়ার ঘটনাপ্রবাহ দেখেই আমার মনে ঘোর সন্দেহ হচ্ছে। এবং তা এই যে অতি প্রভাবশালীদের সঙ্গে জেল কর্তৃপক্ষ যোগসাজস করে জোর করে সুদীপ্ত সেনকে দিয়ে ওই চিঠি লেখানো হয়েছে। সুতরাং ওই চিঠি যেন যথাযথ ভাবে তদন্ত করে দেখা হয়। রাজ্য মন্ত্রিসভা তথা সরকারের সমস্ত পদ থেকে ২৭ নভেম্বর ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সপ্তাহ খানেক পর হঠাত্‍ই সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেনের একটি চিঠি নিয়ে হইচই পড়ে গিয়েছিল। সেই চিঠি লেখা হয়েছিল ১ ডিসেম্বর। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা সুদীপ্ত সেনের সেই চিঠিতে দাবি করা হয়েছিল, তিনি সুজন চক্রবর্তীকে ৯ কোটি টাকা, শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা, অধীর চৌধুরীকে ৬ কোটি টাকা ও বিমান বসুকে ২ কোটি টাকা দিয়েছিলেন। শুধু তা নয়, সুদীপ্ত ওই তথাকথিত প্রিসনার্স পিটিশনের শেষে এও লিখেছিলেন যে, ‘যাঁরা উচ্চ নৈতিক অবস্থান নিয়ে রয়েছেন, তাঁরা আসলে মানুষকে ঠকিয়েছেন, এখন বিজেপিতে যোগ দিতে চলেছেন’।