দেশ

কর্ণাটকের ২২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া

কর্ণাটকের ২২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেসের সিদ্দারামাইয়া। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিকে শিবকুমার। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সিদ্দারামাইয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভায় ২২৪টি-র মধ্যে ১৩৬টি আসনে জেতে বিজেপিকে পরাস্ত করে কর্ণাটকে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। বড় জয়ের পর প্রশ্ন ছিল সিদ্দারামাইয়া নাকি শিবকুমার। কাকে মসনদে বসায় দল। শেষ অবধি নানা টানাপোড়েনের পর অভিজ্ঞ সিদ্দারাইমাইয়াকেই সিংহাসনে বসায় দল। শনিবার দুপুরে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সিদ্দারামাইয়া। সিদ্দা-শিবকুমারের পাশাপাশি রাজ্যের আর আটজন মন্ত্রী শপথ নিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ দলের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা।